
পরনে কালো রঙের হাফ প্যান্ট, টি-শার্ট। পায়ে সাদা রঙের জুতা। আপাত দৃষ্টিতে অবিকল ভারতীয় র্যাপার বাদশা। মাইক হাতে দিব্যি গাইছিলেন গান। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরাও মেতে উঠেছেন সুরের তালে। হঠাৎ ছন্দপতন। মঞ্চ থেকে নিচে পড়ে যান গায়ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
ভিডিওটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ভিডিওটি দেখে বাদশা ভক্তরা চিন্তিত। তাদের প্রশ্ন কেমন আছেন তাদের প্রিয় গায়ক। এ পরিস্থিতিতে মুখ খুললেন বাদশা। ভিডিওটি শেয়ার করে এই শিল্পী লিখেছেন, ‘এই ব্যক্তি আমি নই। তবে যেই হোক না কেন আশা করি তিনি সুস্থ আছেন।’
বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। গানের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। আবার সিনেমাও প্রযোজনা করেছেন। এর আগে গায়ক হানি সিংয়ের টিমে ছিলেন বাদশা। কিন্তু পরে দল থেকে বেরিয়ে এসে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়েন এই শিল্পী।
গত বছর বাদশার তিনটি একক গান মুক্তি পায়। ২০১৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমা। এতে অতিথি চরিত্রে দেখা যায় বাদশাকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho