
মা হলেন ‘দৃশ্যম’খ্যাত বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। অভিনেত্রীর পরিবারের এক ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। জানা যায় যে, আপাতত মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। শুক্রবারই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, এমনটিই খবর।
ঈশিতা গর্ভাবস্থার শেষ মাসে ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন অভিনেত্রী। এমনকি বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছিলেন তিনি। তার মাঝেই এলো সুখবর।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকেই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন নায়িকা। যদিও সদ্যোজাতের মুখ দেখাননি। ছবিতে হাসপাতালের বেডেই নতুন মায়ের কোলে রয়েছে নবজাতক। তাদের দুজনকেই আগলে রেখেছেন নতুন বাবা বৎসল শেঠ।
সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়েছেন ঈশিতা ও বৎসল। ক্যাপশনে লেখেন— ‘আমরা আশীর্বাদধন্য যে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
তাদের পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকা। এদিকে বেশ কয়েক মাস আগেই মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী ঈশিতা। গত মে মাসে অভিনেত্রীর বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন তার অভিনেতা স্বামী বৎসল শেঠ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho