
ভারতের নাগপুরের এক ব্যবসায়ীকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে ৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক। ওই যুবকের নাম অনন্ত ওরফে সন্টু নবরত্ন জৈন। নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে গোন্দিয়া সিটিতে থাকতেন তিনি।
পুলিশ সন্টুর বাড়ি তল্লাশি করে চার কেজি সোনার বারসহ ১৪ কোটি রুপি নগদ উদ্ধার করেছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ইতোমধ্যে পালিয়ে দুবাই চলে গেছেন তিনি। খবর এনডিটিভির।
নাগপুরের পুলিশ কমিশনার অমশ কুমার জানান, অনন্ত ওরফে সন্টু প্রথমে ওই ব্যবসায়ীকে লোভ দেখিয়ে অনলাইন জুয়া খেলতে রাজি করান। প্রথমে না বললেও ব্যবসায়ী শেষপর্যন্ত সন্টুর প্ররোচনায় ৮ লাখ রুপি স্থানান্তর করেন।
এরপর সন্টু ব্যবসায়ীকে একটি অনলাইন জুয়া অ্যাকাউন্ট খোলার জন্য হোয়াটসঅ্যাপে লিংক পাঠান। ব্যবসায়ী সেই অ্যাকাউন্টে ৮ লাখ রুপি জমা দেখতে পান এবং খেলতে শুরু করেন।
পুলিশ কমিশনার বলেন, ‘প্রথমে কিছু টাকা জিতলেও ব্যবসায়ী প্রচুর পরিমাণে রুপি খোয়াতে থাকেন। ৫ কোটি রুপি জিতে ৫৮ কোটি হারান তিনি।’
জুয়া খেলার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীর সন্দেহ হয় এবং ওই যুবকের কাছে অর্থ ফেরত চান। এ সময় সন্টু অর্থ ফেরত দিতে অসম্মতি প্রকাশ করেন।
পুলিশ কমিশনার জানান, ব্যবসায়ী সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho