
যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে দুই তারকার ঘোরাঘুরির কিছু ছবি সম্প্রতি ফেসবুকে প্রকাশ হয়েছে। এর পর থেকে তাদের সম্পর্ক জোড়ালাগার গুঞ্জন চলছে।
যুক্তরাষ্ট্রে তাদের দিনকাল কেমন কাটছে তা নিয়ে জানতে চাইলে এক সংবাদমাধ্যমকে অপু জানান, তাদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে ছেলে জয়।
অপু বলেন, ‘এখানে ওর তো প্রথম আসা। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।’
তিনি বলেন, ‘জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। হা হা হা...। শাকিবও তাকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।
শাকিব খান আপনাকে কিছু কিনে দিয়েছেন কিনা জানতে চাইলে হাসতে হাসতে অপু বলেন, ‘অনেকবারই সে আমাকে কিছু কিনে দিতে চেয়েছে, আমি নিইনি। আমি তাকে বলেছি, আমার কিছুই লাগবে না। তোমার জীবন সুন্দর হোক, এটাই চাওয়া আমার।
তিনি আরও বলেন, আরও বলেছি, মাঝে বেশ কিছু সময় বিরতি দিয়ে তোমার সিনেমা সুপার হিট হয়েছে। আরও এগিয়ে যেতে হবে। তোমার ওপর বাংলা সিনেমা অনেকাংশই নির্ভর করছে। আরও ভালো ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। ধরে নাও, তোমার সাফল্যই আমার উপহার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho