
নেদারল্যান্ডসের ক্লাব রেক্সহ্যাম এএফসির কাছে হার মেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৌসুম পূর্ববর্তী প্রীতি ম্যাচে তাদের ৩-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাবটি।
অবশ্য রেক্সহামের বিপক্ষে ম্যানইউর তরুণ একটি দল খেলে। মূল দল প্রস্তুতি নিচ্ছে হাস্টনে। যেখানে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে আজ রাতে। সেজন্য একাডেমি দলটিকে মাঠে নামানো হয় রেক্সহামের বিপক্ষে।
এদিন ম্যাচের ২৯ মিনিটেই এলিয়ট লি গোল করে এগিয়ে নেন নেদারল্যান্ডসের ক্লাবটিকে। ৩৬ মিনিটের মাথায় অ্যারন হায়ডেন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অবশ্য বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় রেড ডেভিলসদের যুব দল। ৪৫+৬ মিনিটের মাথায় মার্ক জুরাডো গোল করে ব্যবধান কমান।
বিরতির পর ৪৭ মিনিটের মাথায় ম্যানইউর ড্যানিয়েল গোরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশজন নিযে খেলতে হয় তাদের।
বাকি সময়ে ম্যানইউ অবশ্য আর গোল পায়নি। তবে রেক্সহাম ৬৯ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে। এ সময় স্যাম ডালবি গোল করে জয় নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho