
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ছোটবেলায় মাকে হারিয়েছিলেন। এরপর বাবা ও নানার কাছেই বেড়ে ওঠেন তিনি।
পরীর ক্যারিয়ারে একাধিক প্রাপ্তি, সাফল্য থাকলেও তার মা এসবের কিছুই দেখে যেতে পারেননি। বিষয়টি নিয়ে আজও যন্ত্রণায় ভুগেন এ নায়িকা।
ছোট থেকেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তিনি। তবুও নিজেকে অনাথ মানতে নারাজ পরীমনি। তার কাছে এতিম বা অনাথ শব্দটা গালির মতো।
পরী বলেন, আমি ছোটবেলা থেকে এতিম বা অনাথ শব্দটার সঙ্গে পরিচিত নই। আমার মা যে বেঁচে নেই, সেটা আমার পরিবার কখনোই বুঝতে দেয়নি। আমি ছোট থেকেই খুব অন্যভাবে বড় হয়েছি। বলা যায়, সেটা আমার পরিবারেরই অবদান।
অভিনেত্রীর সাফ কথা, আমার কাছে এতিম বা অনাথ শব্দটা একটা গালির মতো। তাদের যে কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কত কি সহ্য করতে হয়, সেটা কেবল তারাই জানে।
পরীমনিকে বিভিন্ন সময় এতিম-অনাথ শিশুদের পাশে দাঁড়াতে দেখা গেছে। সম্প্রতি দুই অসহায় শিশু মরিয়ম ও নূরের সাহায্য এগিয়ে আসেন তিনি। রিকশাচালক বাবার দুই কন্যাকে নিজ ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালনের ইচ্ছা পোষণ করেন এই অভিনেত্রী।
এদিকে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কের পর পরীমনির জগতজুড়ে এখন কেবলই তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তানকে নিয়েই অভিনেত্রীর সকল ব্যস্ততা, সকল আয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho