প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৩, ৯:৩১ এ.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফাঁস : তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের গোপন নথি ফাঁস ও বোর্ড চলাকালীন উপাচার্যের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। যেখানে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে আহবায়ক করা হয়েছে। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য এবং সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে কে এম নূর আহমদ বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho