প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৩, ১০:০১ এ.এম
পীরগঞ্জে ৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯ বোতল ফেনসিডিল ও একটি ১০০ সিসি মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ ।
পৌর শহরের রঘুনাথপুর এলাকার জেডি ফিলিং স্টেশনের পিছনের রাস্তায় স্কুল ব্যাগ এ বিশেষ কায়দায় ফেন্সিডিল পাচারের সময় তাদের আটক করা হয় ।
পুলিশ জানায়. সীমান্ত এলাকা ফকিরগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে স্কুল ব্যাগ এর ভিতর ফেন্সিডিলের বোতল পীরগঞ্জের অভিমুখে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পৌর এলাকায় জেডি ফিলিং স্টেশন মোড়ে অবস্থান নেয়।
শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে একটি মোটরসাইকেলে মাদক নিয়ে পীরগঞ্জে প্রবেশ করতে ছিল মেহেদী হাসান মুন্না ও ফেরদৌস নামে দুই যুবক মোটর সাইকেল থামিয়ে তল্লাসী চালিয়ে পুলিশ ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাদের কাছে থাকা স্কুল ব্যাগ এর ভিতরে বস্তায় মুড়ানো অবস্থায়। ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেল সহ ওই দুই যুবক কে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
আটক মেহেদী হাসান মুন্না উপজেলা ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের ভাকুড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে ফেরদৌস একই উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের জয়নাল এর ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানান আটককৃতদের ও মাদক বহনে ব্যাবহারকারী মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho