
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) থেকে টানা চারদিন ধরে নগরীতে কখনো থেমে থেমে আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ নিচু এলাকা এখনো পানির নিচে। জলাবদ্ধতার কারণে বন্ধ রাখা হয়েছে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়েছে পড়েছে হাজার হাজার পরিবার। অনেক এলাকায় ডুবে গেছে রান্নার চুলাও। সড়ক ও অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে আসবাব, জ্বলছে না রান্নার চুলা। এতে নিম্ন আয়ের মানুষগুলো বেশি কষ্টে আছেন। সরকারিভাবে কোনো খাবার সহযোগিতা পায়নি বলে তাদের অভিযোগ।
একই চিত্র দেখা যায় নগরীর বাকলিয়া, হালিশহর, চকবাজার, দেওয়ানবাজার, মুরাদপুর, ষোলশহর, বহদ্দারহাট, বিবিরহাট ফিরিঙ্গিবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, রিয়াজুদ্দিন বাজার, মুরাদপুর, চাক্তাই-খাতুনগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায়। এসব এলাকা হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা চারদিন ধরে পানিবন্দি হয়ে অনেকেই পড়েছেন। অনেকেই আশ্রয় নিচ্ছেন আত্মীয়-স্বজনের বাসায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাজার কোটি টাকার প্রকল্প নির্মাণ করছে। নগরীর খালগুলো থেকে সাড়ে ৯ লাখ কিউবিক মিটার মাটি তোলার কথা তাদের। কিন্তু ৫ বছরে তারা কিছুই করেনি। এতে ভারী বর্ষণের কারণে জমে যাওয়া অতিরিক্ত পানি ধারণ করতে পারছে না৷ এছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নর্দমা পরিষ্কার করেন। কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ নালা-নর্দমায় পলিথিন ও প্লাস্টিকের আবর্জনা ফেলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho