
তিনি বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলতে পারি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করার।’
তাসকিন, মোস্তাফিজ, হাসান, শরিফুলদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ এখন যথেষ্ট সমৃদ্ধ। পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি নিয়ে একক ফটোসেশন করেছেন এই পেসার।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা শুনতে খুব আনন্দের যে, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ।’
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। মিডিয়া প্লাজায় তারা দলগত ফটোসেশনে অংশ নেন। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’ নিগারের আশা সাকিব-মুশফিকদের নিয়ে গড়া বাংলাদেশ দল আসন্ন বিশ্বকাপে ভালো ফল এনে দেবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে প্রত্যাশা অনেক বেশি। আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। তাদের কাছ থেকে আমরা সেরাটাই আশা করব।’
মিডিয়া প্লাজায় নারী ক্রিকেট দল ছাড়াও সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, বিকেএসপির শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সমর্থকরা ট্রফির সামনে ছবি তোলার সুযোগ পান। সেখানে ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তার আশা, এবারের বিশ^কাপে ভালো কিছু করবে বাংলাদেশ দল।
তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের ক্রিকেটে। আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। অবশ্য আশানুরূপ ফল হয়নি। এবার ফলটা চাই।’ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। তবে রোমাঞ্চিত হাবিবুল বাশার এখন থেকেই বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছেন।
তিনি বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর তাহলে আরও ভালো লাগবে। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
উল্লেখ্য, আজ বসুন্ধরা শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ^কাপ ট্রফি রাখা হবে সাধারণ দর্শকদের জন্য। তিন দিনের ভ্রমণ শেষে বাংলাদেশ থেকে বিশ^কাপ ট্রফি যাবে কাতারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho