
বিয়ের দুই সপ্তাহ পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নওরীন নুসরাত নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সাভার আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে তার স্বামীর বাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে রয়েছে।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার এসব বিষয় নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থী টাঙ্গাইল জেলার সদর উপজেলার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে।
বিভাগের সভাপতি জানান, সম্প্রতি নওরীনের বিয়ে হয়ছে। এরপর ঢাকায় সে তার স্বামীর বাসায় ছিলো। মঙ্গলবার বিকেল ৬টায় সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো বিষয় ছিলো সেটা আমরা এখনো জানি না। এ বিষয়ে তার পরিবারের সাথে কথা বলেছি, তারাও কিছু বলতে পারছেন না। বিষয়টি আসলেই রহস্যজনক। নওরীন শুধু বিভাগের না সে পুরো বিশ্ববিদ্যালয়র সম্পদ। তার মৃত্যুতে আমরা মর্মাহত ও বাকরূদ্ধ।
উল্লেখ্য, নওরীন নুসরাত বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho