
রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার গ্রেডিং পদ্ধতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ। শনিবার কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনের (সিআইই) প্রতি তিনি এ আহ্বান জানান। খবর জিও টিভির।
অপ্রত্যাশিত ফলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পূর্বে টুইটার নামে পরিচিত এক্সে এক বার্তায় তিনি বলেন, এটি প্রতীয়মান যে, এ বছর গ্রেডিং পদ্ধতি অন্যায্য ফল তৈরি করেছে, যা শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অস্থিরতা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত ১০ আগস্ট পাকিস্তানের ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং এ-লেভেলের ফল পেয়েছে।
ফলে শিক্ষার্থীদের দুর্দশার কথা বর্ণনা করে মরিয়ম নওয়াজ বলেন, এই শিক্ষার্থীরা অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছে, তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার সিআইই-এর বিচক্ষণতার ওপর নির্ভর করছে। তাই এ বিষয়টি তাদের নজর দেওয়া দরকার।
তিনি বলেন, সিআইই যদি ন্যায্যতার ভিত্তিতে এ বছরের জন্য তাদের গ্রেডিং সিস্টেম পর্যালোচনা করে তবে এটি একটি স্বাগত পদক্ষেপ হবে। সিআইই-এর এই বিষয়টিও বিবেচনা করা উচিত যে, পাকিস্তানি ছাত্ররা অভূতপূর্ব রাজনৈতিক অস্থিরতার সময়ে তাদের পরীক্ষায় বসেছিল, যেখানে তাদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি ছিল। সবশেষে মরিয়ম নওয়াজ ছাত্রদের ধন্যবাদ দিয়ে বলেন, তোমরা তোমাদের সেরাটা দিয়েছ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho