
গত ১২/৮/২০২৩ ইং শনিবার রাতে উপজেলার চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলারকুটি গ্রামে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে কৃষক আফজাল হোসেন তার শ্বশুরবাড়ির পাশে দেড় বিঘা জমি ক্রয় করে তাতে ৪৫০ টি সুপারি গাছ লাগান। সুপারি গাছ গুলো বেশ বড় ও পুষ্ট হচ্ছিল। এর মধ্যে গত শনিবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ৩৫০ টি গাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন জানান, রবিবার সকালে খবর পেয়ে আমি সুপারি বাগানে যাই। দেখি কে বা কারা আমার স্বপ্নের সুপারি বাগানের ৩৫০ টি গাছ মাঝ বরাবর কেটে ফেলেছে। আমি তো এখানে থাকিনা আর শ্বশুরবাড়ি এলাকার কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তারা কেন আমার সাথে এমন অন্যায় করলো। এর সঠিক বিচার চেয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি।
চর-ভূরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি। একটি জরুরী কাজে উপজেলায় আসার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho