
যশোরে শেষ হলো এমআরডিআইয়ের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন। যশোরের আট উপজেলার আট শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। ৮ আগস্ট সকাল সাড়ে দশটায় সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি ও দুপুর একটায় অভয়নগর উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট সকাল সাড়ে দশটায় মণিরামপুরের বাঙালিপুর মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর একটায় কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ১০ আগস্ট সকাল সাড়ে দশটায় শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর একটায় ঝিকরগাছার এমএল মডেল মাধ্যমিক বিদ্যালয়, ১৩ আগস্ট সকাল সাড়ে দশটায় চৌগাছা উপজেলার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর একটায় বাঘারপাড়ার সম্মিলিত বিদ্যাপিঠ (বাগডাঙ্গা) বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
যশোরের আট উপজেলায় এমআরডিআইয়ের বাস্তবায়নাধীন মোর ইনফরমেশন মোর এাকউন্টিবিলিটি (মিমা) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইনে সেশন পরিচালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।
উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এমআরডিআইয়ের উদ্যোগ ও যশোর জেলা প্রশাসনের সহায়তায় সকল উপজেলার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রচারণায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
স্কুল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এমআরডিআইয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট সিনিয়র কোঅর্ডিনেটর মিজানুর রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জান্নাতুন নাহার, ফিল্ড ইন্টারভেনশন কোঅর্ডিনেটর এসএম আরিফুজ্জামান এবং ফিল্ড ইন্টারভেনশন অফিসার স্বরোজিত মন্ডল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho