
নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। তবে অভিনয়-নির্মাণ কোনোটাতেই এখন আর সরব নন তিনি।
‘বিগ বস ওটিটি টু’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পূজা। গত ১৪ আগস্ট রাতে দ্বিতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। এই অভিনেত্রী বলেন— ‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরও খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চূড়ান্ত আসরে বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট। তারা হলেন— এলভিশ যাদব, অভিষেক মালহান, মণীষা রানী, বেবিকা ধুর্ভে এবং পূজা ভাট। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এলভিশ যাদব। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন অভিষেক মালহান। আর চতুর্থ রানার আপ হয়েছেন পূজা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho