প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৩, ১০:১৭ পি.এম
সাঈদীকে নিয়ে পোস্ট করায় জবি ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারন সম্পাদক এস এম আক্তার হোসাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে শাখা ছাত্রলীগ। তবে একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১৪ ই আগস্ট রাতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুর খবরে অব্যাহতিকৃত এসব নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন।
অব্যাহতি নেতা-কর্মীরা হলেন, মোঃ মাসুম বিল্লা (১১ ব্যাচ, চারুকলা বিভাগ), শফিকুল ইসলাম আপন (১২ ব্যাচ), আফিয়া আক্তার (১৪ ব্যাচ, বাংলা বিভাগ), হাসান ইসলাম সান (১৫ ব্যাচ, দর্শন বিভাগ), জারিফ তাজওয়ার, (সহ-সভাপতি, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগ), মোঃ ইশা (সভাপতি, হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, অব্যাহতি হওয়া ছয় জনের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তাদের আদর্শগত অনেক সমস্যা রয়েছে। যে কারনেই তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমরা সংগঠনে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়গুলোতে আমরা কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho