
মানহীন হওয়ায় জেনিথ ফার্মার অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি, মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২২ আগস্ট) এ আদেশ দেয়া হয়।
জানা যায়, উৎপাদিত ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ ট্যাবলেট মানহীন। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল), মহাখালী ঢাকা এই ওষুধকে মানহীন ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মা থেকে সেই নোটিশের জবাব দেয়া হয়, যা গ্রহণযোগ্য নয়।
মান-বহির্ভূত বা মানহীন ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ ঔষধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধারা অনুসারে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লাইসেন্সভুক্ত ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হলো।
রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা ঔষধটি উৎপাদন, বাজারজাত, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ঔষধটি জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য নিজস্ব চ্যানেলে বাজার থেকে প্রত্যাহার করে অধিদফতরকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho