প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৩, ৪:২৭ পি.এম
যশোরে কৃষি যন্ত্রপাতির ওপর ৪০ জন কৃষকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি,মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক, মেকানিকদের নিয়ে দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালা যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় রোববার থেকে শুরু হয়েছে।
ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যশোরের বাঘারপাড়া গাইদঘাট এলাকার ৪০ জন কৃষক প্রশিক্ষনাথীদের নিয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর আর এ আর এস এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, কাওসার উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এর এফ এমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এফএমডিপি প্রজেক্টের প্রকল্ পরিচালক ড, মো নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আর এ আর এস এর বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান।
উক্ত কর্মশালায় ৪০ জন কৃষকদের মধ্যে প্রশিক্ষণ নিতে আসা কঠুরাকান্দি এলাকার কৃষক রাহাত হোসেন জয় ও গাইদঘাটের এলাকার কৃষক রাজু বিশ্বাস বলেন, কৃষিকাজ ক্ষেত্রে কিছু বারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে সফল হয়েছি ও লাভবান হয়েছি। এই যন্ত্রপাতির কারণে কৃষিকাজে এবং কৃষি ক্ষেত্রে নানান আধুনিকতার ছোঁয়া লেগেছে, এই কারণে কৃষক এখন সফলভাবে কৃষি খাতে সফল হচ্ছেন। চাষাবাদ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কৃষকরা লাভবান হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho