প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৩, ৪:৩১ পি.এম
রাউজানে বিষাক্ত সাপের দংশনে গৃহবধুর মৃত্যু!

দুই-আড়াই বছর বয়সী ছোট্ট আদরের মেয়ে রায়াকে নিয়ে ঘুমিয়েছিলেন গৃহবধু শামসুন নাহার। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়ার মা শামসুন নাহারকে দংশন করে বিষাক্ত সাপ। গত শনিবার রাত আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে রক্ষা পেয়েছেন মায়ের সঙ্গে থাকা ছোট্ট শিশু রায়া। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে।
জানাযায়, গত শনিবার রাত ১টায় মহামুনি আশ্রয়ণ প্রকল্পের ৩৭ নম্বর ঘরেঘুমন্ত অবস্থায় গৃহবধু শামসুন নাহারকে বিষাক্ত সাপ দংশন করে। পরে পরিবারের সদস্যসহ আশ্রয়ণ প্রকল্পের লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। শামসুন নাহার পাচখাইন এলাকার বাসিন্দা ও পাহাড়তলী মহামুনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কাতার প্রবাসী মো.জুয়েল’র স্ত্রী। গৃহবধু শামসুন নাহার তার দেবর, জা ও শশুর-শাশুরিকে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন বলে জানা গেছে।
আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নজরুল ইসলাম নজু বলেন, শনিবার রাত ১টা ৪ মিনিটের সময় আশ্রয়ণ প্রকল্পের ৩৭ নম্বর ঘরে ওই গৃহবধুর হাতে বিষধর সাপে দংশন করার সংবাদ পায়। আমি তার ঘরে গিয়ে ওই গৃহবধুর সঙ্গে কথা বলি। দংশন করার পর সাপটি বসে থাকতে দেখার কথা জানিয়েছিল ওই গৃহবধু। পরে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হাসপাতালেই তার মৃত্যু হয়। বিষাক্ত সাপের দংশনে গৃহবধুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho