প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৩, ৬:২৩ পি.এম
এখনো ধরা ছোঁয়ার বাইরে ঝিনাইদহে প্রতিবন্ধী শিশু বলাৎকারের আসামি রাজু

ঝিনাইদহ সদর উপজেলার ১নং ওয়ার্ডের ভুটিয়ারগাতি গ্রামের মনিরুল ইসলামের বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ হাবিবুর রহমান (১৭) কে বলাৎকারের অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে গত ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার থানায় মামলা করেন ভুক্তভোগীর মাতা মোছা: রিক্তা আক্তার মিম।
অভিযুক্তরা হলেন (১)শফিকুল বয়স (২৬) পিতা-রমজান আলী (২)মোস্তফা বয়স (২৩) পিতা-সিরাজ (৩) রাজু বয়স (২৮) পিতা-পিয়ার আলী, গ্রাম ভুটিয়ারগাতি ঝিনাইদহ সদর।মামলার বাদী জানান অভিযুক্ত শফিকুল ৬ মাস পুর্বে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বায়পাস রোডের পাশে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে বলাৎকার করে ও মোস্তাক ৫ মাস পুর্বে ভুক্তভোগী হাবিব কে বায়পাস রোডের মুক্তি যোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে ৫ম তলা বিল্ডিংয়ের নিচতলায় তাকে বলাৎকার করে সর্বশেষ গত ২৮-০৬-২০২৩ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টার সময় পলাতক আসামী রাজু তার নিজ গৃহে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে ভুক্তভোগী হাবিব কে বলাৎকার করে। পরবর্তীতে ভুক্তভোগী হাবিব অসুস্থ হয়ে পড়ায় তাকে ওই রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।আসামী শফিকুল ও মোস্তাক গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে তিন নম্বর আসামী রাজু।
বিষয়টি নিয়ে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল মতিন বলেন আসামী শফিকুল ও মোস্তাক কে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক রাজুকে ধরার চেষ্টা চলছে।এদিকে ভুক্তভোগীর পরিবারের দাবি দ্রুত অভিযুক্ত রাজুকে গ্রেফতার করে যথাযথ শাস্তির আওতায় আনা হোক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho