প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ৩:২৪ পি.এম
দুর্গাপুরে ছোট ভাইয়ের মুত্যু শোকে বড় ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ছোট ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে।
পরিবার ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে দুর্গাপুর থেকে তাদের গ্রামের বাড়ী মুধুয়াকোনা গ্রামের যাওয়ার পথে সাতাশি নামক স্থানে বস্ত্র ব্যবসায়ী মো. আলম মিয়া (৪৫) মটরসাইকেল-অটো সংঘর্যে দুর্ঘটনায় পতিত হলে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসেন। তার শারিরীক অবস্থা অবনতি দেখে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তিতে রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলম মিয়া।
অপরদিকে এই মৃত্যুর খবর শুনে আলম মিয়ার আপন বড় ভাই দুলাল মিয়া (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে মারা যান। দুজনেই মুধুয়াকোনা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আফসর আলীর ছেলে। রোববার সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের লাশ দাফন করা হবে। একই পরিবারের এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho