
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আজ সুপার ফোরের ম্যাচে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ দিয়ে এক মাইলফলক স্পর্শ করেছে পাকিস্তান।
ঘরের মাঠে ওয়ানডেতে এই নিয়ে ২০০ তম ম্যাচ খেলছে পাকিস্তান। মাইলফলকের এই ম্যাচে দুর্দান্ত খেলছে বাবর আজমের দল। ৩৮.৪ ওভারে ১৯২ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ। ওয়ানডেতে ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ১২৫ ম্যাচ, হেরেছে ৬৮ ম্যাচ।
নবম দল হিসেবে ঘরের মাঠে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ল পাকিস্তান। পাকিস্তানের পরে এই তালিকায় দশম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৯৩ ম্যাচ। ৮৮ ম্যাচ জিতেছে ও হেরেছে ১০২ ম্যাচে। পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে-এই আটটি দল ঘরের মাঠে ম্যাচের’ ডাবল সেঞ্চুরি’ করে ফেলেছে। ৪৫২ ম্যাচ খেলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারত, ইংল্যান্ড ঘরের মাঠে খেলেছে ৩৬০ ও ৩৩১ ম্যাচ।
ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২৯১ ম্যাচ জিতেছে অজিরা। এ তালিকাতেও অস্ট্রেলিয়ার পরে আছে ভারত। ঘরের মাঠে ভারত জিতেছে ২১৪ ম্যাচ। দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ঘরের মাঠে ওয়ানডেতে জিতেছে ১৯৪ ও ১৯১ ম্যাচ। তবে এই তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে জিম্বাবুয়ে। নিজেদের মাঠে জিম্বাবুয়ে জিতেছে ৭৫ ওয়ানডে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho