
ফিফা প্রীতি ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে লজ্জায় ডুবালো পুঁচকে জাপান। শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের ভল্কসওয়াগেন এরেনায় জার্মানিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপান। এর আগে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জাপানের কাছে ২-১ গোলে হেরে বাজে সূচনা হয়েছিলো জার্মানদের। যে কারণে শেষ পর্যন্ত তাদেরকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিলো।
বিশ্বকাপের প্রায় ৯ মাস পর আবারও মুখোমুখি হলো দুই দল। কিন্তু বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ তো জার্মানরা নিতেই পারেনি, উল্টো গো হারা হারতে হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সূত্র: গোলডটকম
ম্যাচের ১১তম মিনিটেই গোলের সূচনা করে জাপান। জুনিয়া ইতোর গোলে এগিয়ে যায় ব্লু সামুরাইরা। ১৯তম মিনিটে সেই গোলটি শোধ করে জার্মানি। বায়ার্ন তারকা লেরয় সানে গোল করে দলকে সমতায় ফেরান।
এরপরই প্রতিরোধ ভেঙে যায় জার্মানির। ২২ মিনিটেই আবার জাপানকে এগিয়ে দেন আইশে উয়েদা। ২-১ গোলেই ম্যাচ এগিয়ে যাচ্ছিলো। এমনকি এই ব্যবধানেই শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে, ৯০তম মিনিটে তৃতীয় গোল করে বসেন তাকুমা আসানো।
এর দুই মিনিট পর আবারও গোল। এবার ইনজুরি সময়ে (৯০+২) গোল করে জার্মান পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আও তানাকা। সূত্র: স্কাইস্পোর্টস
ইউরোপের অন্য দলগুলোকে খেলতে হচ্ছে ইউরো-২০২৪ এর বাছাই পর্ব। জার্মানি হচ্ছে ২০২৪ সালের স্বাগতিক। যে কারণে, তারা খেলছে প্রীতি ম্যাচ। কিন্তু সেই প্রীতি ম্যাচটি তাদের জন্য সুখকর হলো না। এ নিয়ে টানা তিনটি ম্যাচে হারলো জার্মানরা। এর আগে কলম্বিয়ার কাছে ২-০ এবং পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিলো তারা। ইউরো-২০২৪ শুরুর মাত্র ৯ মাস আগে এই বাজে পারফরম্যান্স জার্মান ফুটবল কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho