
বছরের শুরু থেকেই টাইগারদের বড় স্বপ্ন ছিল এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে। কারণ, ওয়ানডে ফরম্যাটেই আয়োজিত হবে এ দুই আসর। আর এই ফরম্যাটে বাংলাদেশ তুলনামূলক বেশ শক্তিশালী দলও। দেশে কিংবা দেশের বাইরে যে কোনো প্রতিপক্ষের চোখে চোখ রেখেই এই ফরম্যাটে লড়াই চালাতে জানেন সাকিব-তামিম-মুশফিকরা। তবে যত বড় স্বপ্ন নিয়ে বুক বেঁধেছিল, ধীরে ধীরে যেন তা মুছে যেতে শুরু করেছে। কেননা, এই ফরম্যাটেও বেশ কয়েক সিরিজ ধরে ভুগছে বাংলাদেশ। তার কারণ হলো ব্যাটিং ব্যর্থতা।
রীতিমতো এখন সব ম্যাচেই দেখা যাচ্ছে এমন কাণ্ড। একেক ম্যাচে এক কিংবা দুই জন ব্যাটারকে দেখা যায় কার্যত ভূমিকায়, বাকি সবাই থাকেন নিষ্প্রণ। চলতি বছরে এখন এশিয়া কাপের আগে তিন দলের বিপক্ষে তিন ম্যাচের চারটি ওয়ানডে সিরিজ খেলেছে। তার মধ্যে ইংল্যান্ড এবং সব শেষ আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, তা-ও ঘরের মাটিতে খেলে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও এওয়ে সিরিজে জয় পেয়েছে। এছাড়া চলমান এশিয়া কাপেও গ্রুপ পর্ব আর সুপার ফোর মিলিয়ে এখন অবধি চার ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে জয় পেয়েছে কেবল একটি ম্যাচে। আর সব কটি হারা ম্যাচেই দেখা গেছে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার শো, যা কিনা বিশ্বকাপের আগে ভাবাচ্ছে দলকে। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমনটি জানিয়েছে টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে অধিনায়কের কাছে ব্যাটিং ব্যর্থতা রিয়েলিটি চেক হলেও বিষয়টিকে পজিটিভভাবে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, দলে অভিজ্ঞ কয়েক জন ব্যাটার (তামিম-শান্ত) না থাকায় এমনটি হয়েছে। দলের তরুণদের দিকে এখনই আঙুল তুলতে চাইছেন না তিনি। তবে সাকিব-লিটন-মুশফিকের থেকে আরও ভালো কিছু আশা করছেন তিনি। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বলেন, ‘দলের মূল ক্রিকেটারদের অনেকে না থাকায় এই সমস্যাটা হয়েছে। (শান্ত না থাকায়) আমাদের আরো একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। কিন্তু আজকের (শনিবারে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ) ম্যাচটায় আমি নতুনদের দোষ দিই না। লিটন, সাকিব, মুশফিক—এই তিন জনের কাছ থেকে তো ১০০ রান আশা করাই যায়। আপনারা তো পজিটিভগুলা বলছেন না।’ তবে এশিয়া কাপের পর নিজেদের প্রস্তুত করতে আরেকটি সুযোগ পাবে টাইগাররা। আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। তাদের বিপক্ষে এই তিন ম্যাচে যদি ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারে সাকিব বাহিনী, তাহলে ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়ে বেশ পরীক্ষার সম্মুখীনই হতে হবে তাদের। আর তাই যদি হয়, তাহলে বলাই যায়, আবারও বিশ্বকাপে হতাশ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho