
অবশেষে ডিম, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করে দিলো বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে অল্প ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম হবে প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা। সরকার নির্ধারিত এই দাম কার্যকর হচ্ছে কিনা ভোক্তা অধিকার মাঠে থেকে তা মনিটরিং করবে।
তিনি জানান, সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।
এদিকে, গতকাল বুধবার টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য দেশি ও বিদেশি উৎস থেকে ৩ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho