
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে একরকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে ইংল্যান্ডের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলও বেশ গোছানো। তাই প্রত্যাশাও একটু বেশি।
সাকিবের দলের কাছে একই রকম প্রত্যাশা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলা উপহার দেবে বলে বিশ্বাস তাঁর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি, বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’
বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন, ‘আমি তাদের বলব, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে।’
প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন সিরিজের সময় অনেকবারই তাঁকে দেখা গেছে ফোনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মাধ্যমে খেলার খোঁজ নিতে। শেখ হাসিনা বলেন, ‘আসার আগেও ওদের সঙ্গে কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গে, আয়োজকদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। খেলাধুলায় যাতে সব সময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে।’
ভালো খেললে ভালো ফলের ব্যাপারেও আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা সুযোগ পেয়েছি, এটা সবচেয়ে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে ভালো ফল করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho