
দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। সড়কপথে যেটি নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এজন্য নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী চারটি গাড়ি। এর আগে ভোর রাতের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে।
এসময় নিরাপত্তার জন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মহাসড়ক নিছিদ্র নিরাপত্তা রক্ষার্থে পুলিশের কয়েক শতাধিক সদস্যকে কাজ করতে দেখা গেছে।
এছাড়াও ইউরেনিয়াম বহনকারী গাড়ির নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেসামরিক প্রশাসনের গাড়িও দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরো ৫টি চালান দেশে আসার কথা রয়েছে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়ার্ড ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
উল্লেখ্য, ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মহাসড়ক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho