
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তান।
এদিন মাঠে কয়েকজন পাক সমর্থক থাকলেও গ্যালারি থেকে নিজ দেশের কোনো নাগরিকের সমর্থন পায়নি বাবররা। প্রেস বক্সেও ছিলেন না কোনো পাকিস্তানি সাংবাদিক।
ভিসা জটিলতায় নিজেদের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারেননি তারা।
আইসিসি জানিয়েছে, মাঠে বসে খেলা দেখতে পাক সাংবাদিক ও সমর্থকদের জন্য ভারতের দুয়ার খুলছে।
বিষয়টি নিয়ে আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকরা ভিসা জটিলতার কারণে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ম্যাচে সাংবাদিক এবং সমর্থকদের উপস্থিতি খেলার স্পিড এবং পরিবেশে যে গুরুত্ব রাখে তা আমরা বুঝি। তাদের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পিসিবি’র এক কর্মকর্তা বলেন, আমাদের সাংবাদিক এবং সমর্থকদের ভারতীয় ভিসা জটিলতা নিয়ে গত তিন বছর ধরে আমরা আইসিসিকে জানিয়ে আসছি। আমাদের অনেক সমর্থক ভারতে প্রবেশের অপেক্ষা করছে। আশা করি ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে সব কিছু সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho