
পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না শ্রীলংকা। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে এসে দলটি হারল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় হারের পর লংকানদের বিপক্ষে জয়ের মুখ দেখল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের ৩৯ বল বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাব দিতে নেমে ৮৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথম ৪ ওভারের মধ্যেই হারিয়ে বসে ২ উইকেট। ডেভিড ওয়ার্নার ১১ রান করলেও স্মিথ ফেরেন শূন্য রানে। দুইটি উইকেটই নেন পেসার দিলশান মধুশঙ্কা। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন অফ ফর্মে থাকা মিচেল মার্শ ও মারনাস লাবুশেন। ৮১ রানের মাথায় রান আউটে কাটা পড়েন মার্শ। তবে এরই মধ্যে হাফ সেঞ্চুরি (৫২) পূর্ণ করে ফেলেন তিনি। তার বিদায়ে মাঠে নামেন জশ ইংলিশ। চতুর্থ উইকেট ইংলিশকে নিয়ে লাবুশেন গড়েন ৭৭ রানের মূল্যবান জুটি। ১৫৮ রানের মাথায় লাবুশেনকে ফেরান মধুশঙ্কাই। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দলকে জয়ের পথে নিতে থাকেন ইংলিশ। তবে জয় থেকে ১৮ রান দূরে থাকতে দুনিথ ভেল্লালাগের বলে ফেরেন তিনি। যাওয়ার আগে ৫৯ বলে ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। জয়ের বাকি কাজটুকু মার্কাস স্টোয়নিসকে নিয়ে সহজেই সারেন ম্যাক্সওয়েল। শেষে পর্যন্ত ২১ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে, প্রথম ইনিংসে নাটকীয়ভাবে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। একপর্যায়ে ১ উইকেট হারিয়েই ১৫৭ রান তুলে ফেলা দলটি শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫২ রানের মধ্যে। আজ সোমবার লক্ষ্ণৌর শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয় ম্যাচ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। পাওয়ার প্লের ১০ ওভারেই ৫১ রান তুলে ফেলে। দলীয় ১০০ রান আসে ১৮তম ওভারে। ১২৫ রানের মাথায় নিশাঙ্কাকে ডেভিড ওয়ার্নারের ক্যাচ বানান কামিন্স। তিন নম্বরে ব্যাটে নামেন অধিনায়ক কুশল মেন্ডিস। ১৫৭ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার পেরেরাও। কামিন্সের বলেই বোল্ড হওয়ার আগে করেন মূল্যবান ৭৮ রান।
এরপর যেন ধস নামে লংকান ইনিংসে। দুই অঙ্কের ছোঁয়া পাওয়ার আগেই একে একে ফিরে যান কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিভ ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারারা। একমাত্র চারিথ আসালাঙ্কাই একপ্রান্ত আগলে পড়ে ছিলেন। ২০৪ রানে ৯ উইকেট হারানো দলটির শেষ ব্যাটার হিসেবে ফেরেন আসালঙ্কা। ২৫ রান করে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ২০৯ রানে অলআউট হয় দলটি।
শ্রীলংকার কোমড় ভেঙে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন অফফর্মে থাকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। লংকান মিডল অর্ডারের ৪ উইকেট শিকার করেন তিনি। দুইটি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho