
ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস।
নারী-পুরুষ মিলিয়ে এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সুজি বেটসের। প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি পার করেছেন ৪ হাজার রানের কোটা। গতকাল সোমবার ক্যারিয়ারের ১৪৯তম টি–টোয়েন্টি ম্যাচটি খেলেছেন সুজি। ২৯.৭৮ গড়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার রান এখন ৪০২১। আছে ২৬টি ফিফটি ও ১টি সেঞ্চুরি।আর ১১৫ টি–টোয়েন্টি খেলে কোহলির রান ৫২.৭৩ গড়ে ৪০০৮। ১টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩৭টি ফিফটি।
প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছানো সুজি অবশ্য তার দলকে জেতাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে তার দল হেরেছে ১১ রানে।
জয় না পেলেও সুজির রেকর্ড নিয়ে অবশ্য খুশি নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পেজে অভিনন্দন জানানো হয়েছে তাকে। তাতে লেখা, ‘ইতিহাস! সুজি বেটস প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪০০০ রানে পৌঁছেছেন। বিরাট কোহলিকে ছাড়িয়ে সুজি এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho