
বিশ্বকাপের চলতি আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। তাদেরকে উড়িয়ে দিয়ে স্মরণীয় জয় পেল নেদারল্যান্ডস ক্রিকেট দল। মঙ্গলবার ভারতের ধর্মশালায় ৮ উইকেটে ২৪৫ রান করে ডাচরা।
পরাজয় এড়াতে ডেভিড মিলার ও হেনরি ক্লেসেন সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ডাচদের দুর্দান্ত বোলিংয়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
অথচ এই দক্ষিণ আফ্রিকা চলতি আসরের শুরুতে অবিশ্বাস্য পারফর্ম করে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পহাড় গড়ে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আজ নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বকাপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে কারণে হার মানতে হয় প্রোটিয়াদের।
মঙ্গলবার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৮ রানের ইনিংসে ভর করে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। ৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানের ঐতিহাসিক জয় পায় নেদারল্যান্ডস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho