
ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত খেলোয়াড় যে কয়জন তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোহলির নাম রয়েছে। বলা চলে ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ তিনি। সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। সেই সঙ্গে সফল অধিনায়কও।
কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে দাঁড়ালে কি তার বুক কাঁপে? এ প্রশ্নের উত্তর অবশ্য বিরাট কোহলিই দিতে পারবেন! তবে তিনি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার আউট হয়েছেন বাংলাদেশি স্পিনারের কাছে।
চলমান বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক কি সেটাই মনে করিয়ে দিলেন?
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে সাকিব শুরুতে কোহলিকে প্রশংসায় ভাসান, ‘সে বিশেষ ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমার মনে হয়, আমি ভাগ্যবান যে তাকে পাঁচবার আউট করেছি। অবশ্যই এটা আমাকে দারুণ আনন্দ দেবে, তার উইকেট নিতে পারলে।’
সবচেয়ে বেশি ছয়বার কোহলিকে আউট করেছেন টিম সাউদি ও রবি রামপল। জেসন হোল্ডার ও থিসারা পেরেরার সঙ্গে যৌথভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব। ভারতীয় ডানহাতি ব্যাটারের সঙ্গে তার দেখা হয়েছে ১৪ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে ছয়বার কোহলিকে নিজের শিকার বানান সাকিব।
সাকিবের প্রশংসা করতে কার্পণ্য করেননি কোহলিও, ‘গত কয়েক বছরে আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে চমৎকার নিয়ন্ত্রণ করতে পারে। খুব অভিজ্ঞ বোলার। নতুন বল হাতে দারুণ বল করে। সে জানে, ব্যাটারদের কীভাবে বোকা বানাতে হয়। অনেক মিতব্যয়ী। এই ধরনের বোলারদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে এই বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে এবং আউট করার সুযোগ বাড়াবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho