
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। আজ শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পর জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তান দুই ম্যাচ জয়ের পর ভারতের বিপক্ষে হেরেছে।
হাঁটুর ইনজুরিতে ভুগছেন পাকিস্তানের ওপেনার ফাখর জামান। এদিকে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন অলরাউন্ডার সালমান আঘা। ফলে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরকে দলে পাচ্ছে না পাকিস্তান।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে অজিরা। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা ভেঙে পড়িনি। খুব দ্রুতই জয়ের দেখা পেতে চেয়েছিলাম। শ্রীলংকার বিপক্ষে জয়টি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে দল আশাবাদী।’
ওয়ানডে ও বিশ্বকাপ পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পাল্লা ভারী। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্টিক জয়ের সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। সর্বশেষ দুই বিশ্বকাপ ২০১৫ ও ২০১৯ সালে পাকিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে অ্যাডিলেডে ৬ উইকেটে এবং ২০১৯ সালে টনটনে ৪১ রানে জিতেছিল অজিরা। আজ অজিদের সামনে হ্যাট্টিক জয়ের সুযোগ। বিশ্বকাপের মঞ্চে ১০ বারের দেখায় অস্ট্রেলিয়ার জয় ছয়টিতে এবং পাকিস্তানের জয় চারটিতে।
পাকিস্তান-অস্ট্রেলিয়া সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। একটি ম্যাচ টাই ও তিনটি পরিত্যক্ত হয়।
অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার , স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, শাহীন আফ্রিদি, হাসান আলি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho