
শাকিব ভক্তরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তাদের এই আগ্রহের কেন্দ্রবিন্দু শাকিবের নতুন সিনেমা ‘দরদ’। গত ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এই সিনেমার শুটিং শুরুর কথা ছিল। এবং পরের দিন শাকিবের ফার্স্টলুক প্রকাশ করার কথা। কিন্তু শাকিবের ‘দরদ’ এর লুক দেখতে না পেরে হতাশ ভক্তরা।
তাদের এই হতাশার কারণ ভিসা জটিলতা। কেননা এখনো ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সবারই জানা, এই সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউড তারকা। ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho