প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ১২:৪৮ পি.এম
দুই বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার- ৪

জমি সংক্রান্ত বিরোধে সিরাজগঞ্জের ইছামতি গ্রামে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি মেরাজুল ইসলাম শেখ (২৬) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ অক্টোবর') বিকেলে আসামিকে আদালতে হাজির করলে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচন্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলী পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ফরহাদের ছেলে আলামিন ও তার বন্ধু আলামিন শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হায়দারের ছেলে মেরাজুলসহ তার লোকজন। এতে ঘটনাস্থলেই আলামিন (৩৫) এর মৃত্যু হয়। গুরুতর আহত আলামিন শেখ (৩৬) সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ জুলহাজ উদ্দিন বলেন, দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মেরাজুল ইসলাম শেখকে রোববার (২২ অক্টোবর) সকালে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') সিরাজুল ইসলাম বলেন, একদিন না যেতেই এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। অন্য আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho