প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ৭:১২ পি.এম
শরণখোলায় নেই হামুনের প্রভাব, আকাশে গোধূলি রং

বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কালো মেঘে ঢেকে আছে শরণখোলা উপকূল। মঙ্গলবার(২৪অক্টোবর)সকাল থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
বেলা বাড়ার সাথে সাথে বাতাসও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খোজ নিয়ে জানাযায়, সকাল থেকে , শরণখোলা, উপজেলায়ই কালো মেঘে ঢেকে আছে । কোথাও কোথাও হালকা বৃষ্টির খবরও পাওয়া গেছে শেষ বিকালে প্রভাতের সূর্যটা বেলাশেষে গোধূলি রূপ ধারণ করে। গোধূলি লগনে আকাশ যেনো নানা রঙের নানা রূপের দেখা মিলে। প্রকৃতির অপরুপ ছায়া যেনো বেলা শেষে বিদায় জানায় প্রভাতের অলোকিত সূর্যকে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন,ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে এখন ৫ নম্বর সংকেত দেখানো হয়েছে। ফলে রাত থেকে আগামী বুধবার পর্যন্ত উপকূলে ঝড়-বৃষ্টি বয়ে যাবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুন বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রাথমিকভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho