
ভারতজুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। শুক্রবার (২৭ অক্টোবর) ভারতে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে। তাতে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অদিতি রাও হায়দারিসহ অনেকে। হাজির ছিলেন সিনেমাটির সংগীত পরিচালক শান্তনু মৈত্র। তা ছাড়া অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ উপস্থিত ছিলেন।
প্রিমিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ‘মুজিব’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল। তিনি বলেন, ‘সত্যি বলতে এই সিনেমার নির্মাণকাজ উপভোগ করেছি আমি। আমি সম্মানিত, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা বায়োপিকটি পছন্দ করেছেন।’
ছবিটির একটি গানে কণ্ঠ দেওয়া শিল্পী শ্রেয়া ঘোষাল বলেন, ‘এই সিনেমার অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। এই সিনেমাকে বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে। আমি মনে করি, এটা এমন এক গল্প যা পুরো জাতির সামনে আনা দরকার। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে পেয়ে ঘিরে ধরেন সাংবাদিকরা। সেখানে তিনি বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ’৪৭ থেকে ’৫২ এবং এরপর ’৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।’উল্লেখ্য, সিনেমাটি মুক্তি উপলক্ষে এতদিন ব্যাপক প্রচারণা হয়েছে ভারতজুড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho