
ক্রিকেট বিশ্বকাপে একদিনের লিগপর্ব শেষ হওয়ার পথে। সোমবার বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয় দিল্লিতে। লিগ পর্যায়ে এখনো সাত ম্যাচ বাকি রয়েছে।
শুরু হয়েছে যে, এই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ও পাকিস্তান আরও একবার সম্মুখসমরে নামতে পারে।
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পাকিস্তান আপাতত পাঁচ নম্বরে রয়েছে। তাদের অবস্থাও নিউজিল্যান্ডের মতোই। যদিও পাকিস্তান আগের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এই পরিস্থিতিতে তাদের লিগের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো মূল্যে জিততেই হবে। শুধু তাই নয়, বাবর আজমের দলকে ওই ম্যাচে একটা বড় ব্যবধানে জিততে হবে।
পাকিস্তানের নেট রানরেট ০.০৩৬। নিউজিল্যান্ডের ০.৩৯৮। যদি পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে তারা নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা এবং নেদারল্যান্ডসেরও পরাজয় চাইবে। বাবর আজমের দল ১১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে খেলবে।
যদি পাকিস্তান ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে পয়েন্ট টেবিলের শেষ চারে তারা জায়গা করে নিতে পারে। আর ভারত যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, সে কারণে চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গেই তাদের প্রথম সেমিফাইনাল খেলতে হবে। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। যদি সেটাই হয়, তাহলে পাকিস্তানকে দুরমুশ করার আরও একটা সুযোগ যে ভারতের সামনে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho