
পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ১২ জন পুলিশ সুপার। স্ত্রীর মৃত্যুর শোকের এ দিনে তিনি পেলেন পদোন্নতির আনন্দের সংবাদ।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) ১২ জন পুলিশ সুপার হলেন- যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন। এছাড়া, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
এদিকে, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার রোববার রাত ১টা ২৫ মিনিটে পরলোকগমন করেছেন। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর দিনে পদোন্নতির এ আনন্দের খবর অনেকটা ম্লান হয়ে গেছে পুলিশের এ কর্মকর্তার পরিবারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho