
বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। ব্যর্থতায় বোর্ডসংশ্লিষ্টদের কাঠগড়ায় তুলছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক পাকিস্তান অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান তো বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন!
প্রত্যাশিত সমীকরণে ইংল্যান্ডকে হারাতে না পারায় শনিবার বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের। বিশ্বকাপ শেষ করেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে রমিজ বলেছেন, ‘যখন নতুন বলে বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয় এবং ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তখন বাবর কীভাবে তার অধিনায়কত্ব করবে?’
তার পর একপর্যায়ে অন্তর্বর্তী প্রধান নির্বাচক তাওসিফ আহমেদের সমালোচনা করেন তিনি। সেখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রমিজ বলেছেন, ‘আপনারা যে প্রধান নির্বাচককে নিয়োগ দিয়েছেন; তার পুরনো ভিডিও ক্লিপগুলো দেখুন— কীভাবে বাবর ও রিজওয়ানকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তার ওপর আপনারা ক্রিকেটের উন্নতি চাইছেন ৭০ বছর বয়সি একজনকে দিয়ে, যার দল নির্বাচন নিয়ে কোনো ধারণাই নেই।’
১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের পতন হয়েছে। ক্লাব ম্যাচেই দেখা গেছে, স্পাইক পরে ঠিকমতো ব্যাট, বোলিং কিংবা ফিল্ডিং করা যায় না। সাপ্তাহিক ছুটিতে দেখা গেছে মাঠগুলোয় যেখানে অনুশীলন হওয়ার কথা, সেখানে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দেওয়া হয় টেনিস বলে ক্রিকেট খেলার জন্য। কারণ ক্লাবগুলো এর মাধ্যমে টাকা উপার্জন করে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho