প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৯:৫৯ পি.এম

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের মধ্যে কম মূল্যে বিক্রির জন্য বেনাপোল বন্দর দিয়ে ২৮ টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি।
গত রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।ফ্যামেলী কার্ডধারীরা বাজার মূল্যের অর্ধেকের কম দামে কিনতে পারবে এই ডাল। প্রতি কেজি ডালের আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও সরকার ৭০ টাকা ভর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে ডাল। কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামেলী কার্ডধারী নিম্ন আয়ের মানুষ। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় এজন্য সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।বাণিজ্যিক সংশিষ্ট সূত্রে জানায়, দেশের এক কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের ১ আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নানান প্রতিকূলতার মধ্যেও এ কার্যক্রম এখনও চালু রয়েছে। কার্ডধারী প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি,৩৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে।
মসুরের ডালের যোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮ টি ভারতীয় ট্রাকে এক হাজার মেট্রিক টন ডাল আমদানি হয়। স্থানীয় বাজারে প্রতিকেজি মসুরের ডাল ১৪০ টাকা, চিনি ১৬০ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১৫০ টাকা ও পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতির বাজারে অর্ধেকর কম মূল্যে টিসিবির কাছ থেকে কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছে নিম্ন আয়ের মানুষেরা।
ফ্যামেলী কার্ডধারী নারী-পুরুষেরা জানান, বাজারে নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। চাহিদা মত কিনতে পারিনা। সরকারের কাছ থেকে কার্ড পেয়ে কম দামে চাল, ডাল, তেল কিনতে পারায় অনেক উপকার হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল বলেন , টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পণ্য কিনতে পেরে নিম্ন আয়ের ভোক্তাদের অনেক উপকার হচ্ছে।
টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান বলেন, এবার ৫ হাজার মেট্রিক টন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডাউনে। এরআগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিক টন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিক টন ডাল আমদানি হয়েছে বলেও জানান ।#
যশোরের প্রধান শিক্ষককে নির্যাতন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
যশোর শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে উপজেলা চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযোগ করা হয় বারবার অভিযোগ নিয়ে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না।বিদ্যালয়ের সভাপতি হতে প্রধান শিক্ষক নূরুল আমিনকে গত ৮ নভেম্বর বাড়িতে ডেকে নিয়ে দুইঘন্টা ধরে নির্যাতনের অভিযোগ যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ চৌধুরীর বিরুদ্ধে। এমনকি তাকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হয়। পরের দিন তিনি স্কুলে গিয়ে বর্তমান সভাপতিকে অপমানিত করে বেরও করে দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে শিরোনাম হলেও মামলা নেয়নি পুলিশ। এমতাবস্থায় শিক্ষক নির্যাতন ও মামলা না নেয়ার প্রতিবাদে আজ সোমবার আদর্শ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।#
খুলনায় জনসভায় যাওয়ার পথে মনিরামপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৮
খুলনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে যশোরের মনিরামপুরে আওয়ামীলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরে মনিরামপুর-কেশবপুর সড়কের ফকির রাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন সাংবাদিকদের বলেছেন,, তিনি এবং আওয়ামীলীগ নেতা ইয়াকুব আলী শতাধিক গাড়ি বহর নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় সাংসদ স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ’র নেতৃত্বে উশৃঙ্খল যুবকরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের মনিরামপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উশৃঙ্খল যুবকরা গাড়িও ভাংচুর করে। তবে এ বিষয়ে কিছু জানেন না বলে মুঠোফোনে দাবি করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এমনটি ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।#
বেনাপোল বন্দরে নিরাপওা প্রধানকে অনিয়মের অভিযোগে বরখাস্ত
যশোরের বেনাপোল স্থল বন্দরের পিমা সিকিউরিটি কোম্পানির ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পিমা চুক্তির মাধ্যমে একটি বেসরকারি নিরাপত্তা কর্মী সাপ্লায়ার প্রতিষ্ঠান। মূলত এখান থেকেই বেনাপোল বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন।এস এম আবু মুহিদ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত একটি বরখাস্ত চিঠি পরিচালক ট্রাফিক বেনাপোল স্থলবন্দর বরাবর পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছেন বলেও বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রেজাউল করিম।কয়েকজন পিমা সিকিউরিটি কর্মীর সাথে কথা বলে জানা যায়,
মিজানুর রহমান পিমা সিকিউরিটির সংস্থার ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরে যোগদান করার পরপরই টাকার বিনিময়ে জনবল নিয়োগ, পছন্দমত গেটে ডিউটি দেওয়ার মাধ্যমে ঘুষ বাণিজ্য, ছুটি দিয়ে বেতন কেটে রাখা, ঈদ-পূজার বোনাস ভাতা কম দেওয়া, বেতন দেওয়ার সময় বকসিস এর নামে ঘুষ আদায় সহ তাঁর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এসকল অভিযোগর কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।তাঁর বরখাস্তের খবর বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটির সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে। রক্ষা পেয়েছেন ঘুষ বানিজ্যের হোতা মিজানের হাত থেকে।তাদের আশা এবার পুরো বেতন ভাতা তারা বাড়িতে নিয়ে যেতে পারবে।
এ ব্যাপারে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রেজাউল করিম বলেন,পিমা সিকিউরিটি সংস্থা ইনচার্জ মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে।বতর্মানে উক্ত পদে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।#
নড়াইলে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৬
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান গত ১৩ বছর আগে ভিকটিম মোঃ ইবাদুল শেখের সঙ্গে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নেয়। ইবাদুল পেশায় ভ্যান চালক হওয়ায় সংসারে অভাব অনটন নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ভিকটিম এবাদুলের নিজের বাড়ি ও শশুর বাড়ি পাশাপাশি গ্রামে হওয়ায় আমেনা খাতুন প্রায় তার বাবার বাড়িতে চলে যেত। সাংসারিক অশান্তির কারণে ২০২০ সালের মে মাসের ৯ তারিখে আমেনা খাতুন তার বাবার বাড়িতে চলে যায়। ঘটনার দিন রাতে ইবাদুল তার স্ত্রীকে ফেরত আনতে শশুর বাড়ি আমতলা গ্রামে যায়। পরের দিন সকালে ভিকটিম ইবাদুলের বাবা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার ছেলে আত্মহত্যা করেছেন। ছেলের মৃত্যুর খবর শুনে ভিকটিমের বাবা ঘটনাস্থলে পৌছে দেখতে পায় তার ছেলে ইবাদুল তার শশুর বাড়ির পাশে বাঁশের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভিকটিমের বাবা ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা সবুর শেখ বাদী হয়ে গত ইং ০৮/০৬/২০২০ তারিখ নড়াইল জেলার কালিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করে। আইনশৃংখলা বাহিনী কর্তৃক আসামী আমেনা বেগমকে উক্ত হত্যা মামলা মূলে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করলে, সে বিজ্ঞ আদালত হতে জামিন পেয়ে নিজেকে আত্মগোপন করে। অপর দিকে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নড়াইল জেলার সদর থানাধীন মাছিমদিয়া এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমেনা খাতুন আত্মগোপনে আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ১২/১১/২০২৩ তারিখ রাতে গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমেনা খাতুন (৩৫)কে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।#
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া এ মামলার অপর আসামি ঝিকরগাছা উপজেলার পঞ্চনগর গ্রামের মৃত শেখ ওয়াদুদের ছেলে শেখ সুমনকে খালাশ প্রদান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর সকালে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে যশোর সদর উপজেলার যশোর বেনাপোল মহাসড়ক দিয়ে একটি ট্রাক বিপুল পরিমাণ মাদক নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। তাৎক্ষনিক ডিবির একটি টিম ছোট মেঘলা গাজীর দরগাহ ফিলি স্টেশনের সামনে অবস্থান নেন। কিছুসময় পর একটি ট্রাক ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পরে তাদের দুইজনকে আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। যরে তারা স্বীকার করে ট্রাকে মাদক রয়েছে। পরে ট্রাকের কেবিনেটে বিশেষ কায়দায় লুকানো থাকা ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ লাখ টাকা। এ ঘটনায় এসআই খাইরুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানা মামলা করেন। মামলাটি তদন্ত করে সেকেন্দার আবু জাফর দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ সোমবার মামলার রায় ঘোষনার দিনে বিচারক এ সাজা প্রদান করেন। একই সাথে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।#
যশোরে নাশকতা মামলায় বিএনপি’র ৪জন গ্রেফতার
নাশকতা মামলার পলাতক আসামী সন্দেহে পুলিশ বিএনপি’র চার নেতা কর্মীকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রাামের হযরত আলী মোল্লার ছেলে শাহীন আক্তার, একই উপজেলার ঘুনি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সেলিম রেজা, সহোদর শাজাহান আলী ও সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকার নুর মোহাম্মদের ছেলে ফারহাদ হোসেন রিফাত। গ্রেফতারকৃতদের সোমবার ১৩ নভেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্য কামরুজ্জামান জানান, রোববার দিবাগত গভীর রাত পৌনে ১ টায় ঘুনি বাজার এলাকা হতে শাহীন আক্তার, সেলিম রেজা, শাজাহান আলী ও ফারহাদ হোসেন রিফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ১ নভেম্বর ৩ দিনের অবরোধে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বসভাটা সংলগ্ন যশোর টু খুলনাগামী মহাসড়কস্থ পাকা রাস্তার উপর পুলিশ পৌছালে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে দিক বিদিক ছুটোছুটি করে পালিয়ে যায়। পুলিশ ওই সময় ঘটনাস্থল হতে ২জনকে ককটেল,লাঠিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা উল্লেখিত আসামীদের নাম প্রকাশ করে।এরই ধারাবাহিকতায় বিএনপি’র উল্লেখিত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ১ নভেম্বর কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়।#