প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ১১:৩৩ এ.এম
আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া চলচ্চিত্র তারকারা

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এবার একটি বড় অংশ শোবিজের তারকারা। তারা এবার নির্বাচনের মনোনয়ন লাভের জন্য মরিয়া দৌড় ঝাঁপ শুরু করেছেন। ইতোমধ্যে তাদের তৎপরতা দৃষ্টিকটু পর্যায়ে চলে গেছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। এবারে শতাধিক ছোট বড় টেলিভিশন এবং সিনেমার নানা স্তরের তারকার নির্বাচনে অংশগ্রহণ করার করতে আগ্রহী। এজন্য তাদের তৎপরতাও দেখা যাচ্ছে। তার চলচ্চিত্র তারকাদের মধ্যে ফেরদৌস এবার নির্বাচনে মনোনয়ন লাভ ইচ্ছুক। সাম্প্রতিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও তিনি এই রকম ইঙ্গিত করেছেন কৌতুকের ছলে। কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে, ফেরদৌস এবার মনোনয়নের জন্য বেশ আগ্রহী এবং তিনি যেন মনোনয়ন পান সেজন্য চেষ্টাও করছেন।
আরেকজন চিত্রনায়ক রিয়াজও এবার আওয়ামী লীগের টিকিট পেতে আগ্রহী। সেজন্য তিনি বিভিন্ন জায়গায় দেন দরবার করছেন বলে জানা গেছে। পরিত্যক্ত নায়ক বর্তমানে অন্য পেশার সঙ্গে যুক্ত শাকিল খানও নির্বাচনের মনোনয়ন লাভে ইচ্ছুক এবং সেজন্য তিনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন বলেও জানা গেছে। এ ছাড়া টেলিভিশনের নায়িকা জ্যোতিকা জ্যোতি তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তিনিও নির্বাচনে আগ্রহী বলে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং একটি উপ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তারানা হালিম। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন। শোবিজের তারকা হলেও তিনি রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি এখন বেশি হয়ে উঠেছে। তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের একটি আসন থেকে মনোনয়ন লাভের ইচ্ছুক এবং সেজন্য তিনি প্রস্তুতিও শুরু করেছেন।
টেলিভিশনের এক সময়ের অভিনয়শিল্পী তারিন জাহানও নির্বাচন করতে চান। তবে তিনি সরাসরি ভোটে নির্বাচন করবেন না না মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হতে ইচ্ছুক সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে নির্বাচনের মাঠে তার প্রচারণা দেখা যাচ্ছে। টেলিভিশন এবং চলচ্চিত্রের নায়িকা রোকেয়া প্রাচীও ফেনীর একটি আসন থেকে নির্বাচন করতে চান এবং এই নির্বাচনের জন্য তিনিও বেশ দৌড়ঝাঁপ করছেন।
এক সময় টেলিভিশনের জনপ্রিয় নায়িকা তানভীন সুইটি নির্বাচন করতে চান। তবে তিনি সরাসরি ভোটে নয়, নারী কোটায় আগামী জাতীয় সংসদের সংসদ সদস্য হতে চান বলে বিভিন্ন সূত্র বিভিন্ন সূত্রগুলো জানাচ্ছেন। এ ছাড়াও চলচ্চিত্রে এবং নাটকে অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ দুইজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভের জন্য ইচ্ছুক। ইলিয়াস কাঞ্চন মনোনয়নের প্রত্যাশা করছেন। কিন্তু নিপুণ নারী কোটায় এমপি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা তদবির করছেন বলে জানা গেছে। এভাবে হিসেব করে দেখা গেছে, অন্তত একশ চলচ্চিত্রের বিভিন্ন স্তরের তারকারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা মনোনয়নের জন্য চেষ্টা করবেন বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho