প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ৯:৩৬ পি.এম
যশোরে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু,২৭জন শনাক্ত

যশোরে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু,২৭জন শনাক্ত
\যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নাম কবির হোসেন (৩৬)। তিনি চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের জাফর হোসেনের ছেলে। এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্ত্তী জানান, ডেঙ্গুতে আক্রান্ত কবির হোসেনকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত ২৭ জনের সকলে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আক্রান্তরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণারে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪ হাজার ৬৯৬ জন। মৃতের সংখ্যা দাড়ালো ১৮ জন। #
প্রেসক্লাব যশোরের নির্বাচন স্থগিত
আজ ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের পূর্ব নির্ধারিত নির্বাচন হচ্ছে না। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন স্থাগিত করা হয়েছে।
প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইসহক জানিয়েছেন প্রেসক্লাবে ভোটাধিকার বিষয়ে একজন সাবেক সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে আদালত আজকের নির্বাচন স্থগিতাদেশের রায় দেন।
প্রেসক্লাব যশোর কর্তৃপক্ষ আইনজীবীর মাধ্যমে ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। আজ ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের আদালতে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পর প্রেসক্লাব যশোরের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বুধবার রাতে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সাথে এক বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইসাহাক এই তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho