
চলতি মাস ডিসেম্বরের মাঝামাঝি জেঁকে বসতে পারে শীত। আর সপ্তাহ শেষে রাজধানীতে শীতের তীব্রতা বাড়তে পারে। পাশাপাশি এই মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিদফতর।
শুক্রবার (১ ডিসেম্বর) এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি জানান, ডিসেম্বরের মাঝামাঝিতে শীত পড়ার সম্ভবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে রাজধানী ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর মাসের শেষ সপ্তাহে হতে পারে শৈত্যপ্রবাহ।
এ দিকে শুক্রবারের এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে উত্তরাঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় শুক্রবার নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ৫ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগজ্যাউম’।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho