
আগামী বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার পুতিন বলেন, তিনি আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। নির্বাচনী এক প্রচারণায় গিয়ে তিনি আসন্ন নির্বাচনে বিপুল জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
অবশ্য পুতিনের এমন ঘোষণা প্রত্যাশিতই ছিল। ২০২০ সালে তাকে অবারও ক্ষমতায় রাখার জন্য দেশটির সংবিধান সংশোধন করা হয়। এ সংশোধনের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রক্রিয়া সম্পন্ন করেন পুতিন। তিনি ১৯৯৯ সাল থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টর পদ আসীন।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এরপর এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইউক্রেনে অভিযান চালানো শুরুর পর প্রথমবারের মতো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।
জার্মান ইনিস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ারর্স বিভাগের বিশ্লেষক নিকোলাই পেত্রভ বলেন, এটি আসলে নির্বাচন নয়। একই নেতৃত্ব পুনরায় নির্বাচিত হওয়া। তিনি এ নির্বাচনে নিজের সাথে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচের মাধ্যমে তিনি এটি দেখাবেন যে ২৫ বছরের আগের তুলনায় তিনি এখন খারাপ অবস্থায় নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho