
নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। এবার ভক্তের ছবি তোলার চাহিদা পূরণ করতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন তারই এক ভক্ত। কিন্তু ছবি তুলতে গিয়ে তার কাণ্ড দেখে ছুটে আসেন অভিনেত্রীর দেহরক্ষী।
গণমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে তার এক পুরুষ ভক্ত এগিয়ে আসেন। তাকে ফেরাননি মালাইকা।
কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি অভিনেত্রীর কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির।
যদিও এ পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি।
মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন!
আরেকজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho