
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একদিন পর আবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্ব উত্তরের এ উপজেলায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়ার তথ্যানুযায়ী, গত ১৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এ উপজেলায় ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-মানা করছে। গত শনিবার ৯.৪ ডিগ্রি,রবিবার ১০ ডিগ্রি, সোমবার ৯.৭ ডিগ্রি ও গত মঙ্গলবার ৯.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়।
উপজেলায় রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাপমাত্রার পারদ কমে তীব্র শীত অনুভূত হয়। তবে সকাল ১০টা থেকে তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এদিকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে যেতে দেখা যায় এ অঞ্চলে পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।
এদিকে শীতের কারণে বিভিন্ন শীতজনিত রোগ বাড়ছে। জেলা ও উপজেলার হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রকৃত গরিব, অসহায় ও শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho