
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শীত অব্যাহত আছে। শীতের এই তীব্রতা রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজারে আরও কিছুটা বাড়তে পারে।
রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে। দেশের দক্ষিণাঞ্চলে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
এদিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। পাশাপাশি এই শৈত্যপ্রবাহের এলাকা আরও বিস্তৃত হতে পারে।
বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে। সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়বে।
জানতে চাইলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, অধিকাংশ এলাকায় তাপমাত্রা এভাবেই থাকতে পারে। তবে কয়েক জায়গায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। আগামী ২৪ জানুয়ারি বুধবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমবে।
আবহাওয়া অফিস জানায়, কুয়াশার কারণেই অস্বস্তিকর অবস্থা চলছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সূর্যের আলো দেখা যাচ্ছে না। উত্তর-পশ্চিমের বাতাসের কারণে দেশের কোথাও কোথাও বেশি ঠান্ডা অনুভব হচ্ছে।
শনিবার আবহাওয়া অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে।
এছাড়াও উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এসবের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা কমছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আরও বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ৫ শতাংশের নিচে থাকলে তীব্র শীত অনুভূত হয়। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকার দিন ও রাতের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে এসেছে।
এসব এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। কুয়াশার কারণে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার দিনাজপুর ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ এবং নওগাঁর বদলগাছীতে রেকর্ড করা হয় ১০ ডিগ্রি তাপমাত্রা। আর সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও ফেনীতে।
ঢাকায় সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে। রাজশাহীতে এক দিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho