
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার। আবারও চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে দলটি। বুধবার রাতে সেমিফাইনালে শক্তিশালী ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আগামী রোববার ফাইনালে জর্ডানের মুখোমুখি হবে তারা।
শুরুতে গোল দিয়ে এগিয়ে গিয়েও জিততে পারলো না ইরানিরা। জাপানের মত শক্তিশালী দলকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়ে সেমিতে নাম লিখেছিলো ইরান। কিন্তু স্বাগতিক কাতারের সামনে আর পারলো না তারা।
দোহার আল থুমামা স্টেডিয়ামে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছিলো এশিয়ার দুই শক্তিশালী দেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমাউনের গোলে এগিয়ে যায় ইরান।
কিন্তু এই এগিয়ে যাওয়াটা ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১৭তম মিনিটেই গোল করে কাতারকে সমতায় ফেরান জাসেম আবদুলসালাম। শুধু সমতায় ফেরানোই নয়, প্রথমার্ধেই স্বাগতিক কাতারকে এগিয়ে দেন আকরাম আফিফ। ৪৩তম মিনিটে তিনি ২-১ ব্যবধান তৈরি করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ইরান। স্পট কিক নেন অধিনায়ক আলিরেজা জাহানবক্স। ৫১তম মিনিটে তার করা পেনাল্টি কিক থেকে সমতায় ফেরে ইরান। ম্যাচের অবস্থা তখন ২-২।
এ অবস্থাতেই এগিয়ে চলছিলো ম্যাচ। কিন্তু ৮২তম মিনিটে স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফোটান আলমোয়েজ আলি। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কাতার। শেষ মুহূর্তে গোল পরিশোধের জোর প্রচেষ্টা চালায় ইরান। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ৯০+৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন সোজা খলিলজাদেহ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho