
তিন দিনের অবকাশ যাপনে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সফর উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিভিন্ন কর্তৃপক্ষ।
এদিকে সাজেকে গত ৪ ফেব্রুয়ারি দুই খুনের শোকাবহ পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপতির সফর ঘিরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পাঁচ সহযোগী সংগঠনের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই খবর দেন। পাঁচ সংগঠন হলো পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও শ্রমজীবী ফ্রন্ট। বিবৃতিতে বলা হয়েছে, আলংকারিক প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে দেশের বিবেক হিসেবে ভাবা হয়। এমন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তির সাজেকে এলাকাবাসীর শোকাবহ পরিস্থিতিতে প্রমোদ ভ্রমণ এলাকাবাসী ও পরিবেশবাদীদের নিকট ভুল বার্তা দেবে।
এর আগে গত বছরের ২০ থেকে ২২ ডিসেম্বর তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের কথা থাকলেও ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি।